Monday, February 14, 2022

Ascharyamaya Sri Nityananda (আশ্চর্যময় শ্রীনিত্যানন্দ)

 


A PDF of the entire text (with roman transliteration, English translation and explanation of difficult sections) can be seen at the following link : ​



আশ্চর্যময় শ্রীনিত্যানন্দ​
অবধূত নিত্যানন্দ মোর প্রাণধন​
হাসে কান্দে নাচে গায করে সঙ্কীর্তন (১)​
মাঘ শুক্ল ত্রযোদশী দিনে ওরে ভাই​
বীরভূমে মহাবীর জন্মিলা নিতাই (২)​
ভূমে প্রকটিলা যবে হাডাইতনয​
সেই ক্ষণে কলির মনে হয মহাভয (৩)​
পদ্মাবতী-কোলে মহাপদ্মের খেলন​
দেখিযা বিরিঞ্চি করে স্ৱপদ্মভর্ৎসন (৪)​
শিখী যৈছে নাচে তৈছে শঙ্কর নাচিলা​
স্ৱনাম মযূরেশ্বর সার্থক করিলা (৫)​
পৃথিবীতে যবে নিতাই পদার্পণ কৈল​
একচক্রাগ্রাম বহুচক্রাঙ্কিত হৈল (৬)​
কলিযুগে দেখি জীবের নিত্য নিরানন্দ​
স্ৱনামেতে সবাকারে দিলা নিত্যানন্দ (৭)​
শ্রীকৃষ্ণলীলাভিনয বাল্যে নিতাই কৈল​
অনুজের লীলারস সব আস্ৱাদিল (৮)​
যেই লীলার অনুক্ষণ শেষ করে গান​
নিতাই রূপে সেই লীলা স্ৱযং করে পান (৯)​
যেই দেখে নিতাইর অঙ্গে দ্ৱাদশ তিলক​
তারে ছয রিপু ছয বেগ না বাধক (১০)​
দ্ৱাদশ বর্ষের নিতাঈ দ্ৱাদশ বনেতে​
ভ্রমিলা দ্ৱাদশগোপান্ৱেষণ করিতে (১১)​
পূর্বে যেই লঘুভ্রাতা তারে দেখিবারে​
পূর্বে আইলা নিত্যানন্দ গৌডদেশে ফিরে (১২)​
নব সঙ্খ্যার বল দেখি নবদ্ৱীপে আইলা​
নবমেঘাম্বর নববিধাভক্তি দিলা (১৩)​
যাবৎ নিত্যানন্দযুক্ত চৈতন্য না হবে​
তাবৎ জীবের বদ্ধদশা কভু না যাইবে (১৪)​
এই বিচারিযা নিতাই প্রভুরে মিলিলা​
জীবের নিস্তার হেতু প্রেম বিস্তারিলা (১৫)​
নিতাই-নিমাই নামমধ্যে "ত-ম" দেখি​
হাসিতে হাসিতে কলি দোহার নাম জপি (১৬)​
জপিতে সহসা এক মহাশ্চর্য ছিল​
কলিযুগের "তম"-বৃত্তি নষ্টপ্রায হৈল (১৭)​
নিতাই দেখি শ্রীঅদ্ৱৈত ব্যাজস্তুতি করে​
এ সব শুনিযা নিতাই হাসে নিরন্তরে (১৮)​
আশ্চর্যচকিত সবে কহে — দেখ ভাই​
অনন্তশেষের গুণ মহাবিষ্ণু গায (১৯)​
নিত্যানন্দযুক্ত যবে হরিদাস হৈবে​
তবে অন্য জীবের সেই কল্যাণ করিবে (২০)​
এই বিচারিযা নিতাই, হরিদাস সঙ্গে​
নামপ্রচারণ করে সঙ্কীর্তন-রঙ্গে (২১)​
প্রভু সঙ্গে নিত্যানন্দ নীলাচলে আইলা​
অদ্ৱৈতাদিভক্ত সঙ্গে নানা রঙ্গ কৈলা (২২)​
গৌরপ্রভু কভু দণ্ড কাহাকে না দিবে​
তাতে একদণ্ড তার হাতে নাহি শোভে (২৩)​
অতএব গৌরদণ্ড ভঙ্গিযা নিতাই​
কলিযুগে প্রেমদান করযে সদাই (২৪)​
জাহ্নবীতে আছে সর্ব পাপনাশ-বল​
বসুধাতে ক্ষমাবল আছে অবিকল (২৫)​
নিত্যানন্দ নিজ বল দোহাতে দেখিলা ​
জাহ্নবী বসুধা সঙ্গে পরিণয কৈলা (২৬)​
যাহার আশ্রয আর কোন দেব নাহি​
তাহার আশ্রয হয দযাল নিতাই (২৭)​
যত পাপ জীব কভু করিতে না পারে​
তত পাপ নাশে নিতাই চরণের ভারে (২৮)​
অদ্যাপি শ্রীনিত্যানন্দ নাহি তিরোহিত​
শ্রীগুরুবৈষ্ণবরূপে সদা প্রতিষ্ঠিত (২৯)​
নিত্যানন্দ হৃদযেতে, ভক্তিরস সিন্ধু​
এ হরিপার্ষদ দাস মাগে তার বিন্দু (৩০)​
— (নিত্যানন্দত্রয়োদশী, গৌরাব্দ ৫৩৫)



No comments:

Post a Comment

Crookedness that Confuses

        ~ Crookedness that Confuses ~ ​ ​ (Two Freshly Composed Verses) ​ ​ श्रीराधा सरला त्रिभङ्गवपुषा साकं त्वया संस्थिता हस्तं सा ददती तव...