A PDF of the entire text (with roman transliteration, English translation and explanation of difficult sections) can be seen at the following link :
আশ্চর্যময় শ্রীনিত্যানন্দ
অবধূত নিত্যানন্দ মোর প্রাণধন
হাসে কান্দে নাচে গায করে সঙ্কীর্তন (১)
মাঘ শুক্ল ত্রযোদশী দিনে ওরে ভাই
বীরভূমে মহাবীর জন্মিলা নিতাই (২)
ভূমে প্রকটিলা যবে হাডাইতনয
সেই ক্ষণে কলির মনে হয মহাভয (৩)
পদ্মাবতী-কোলে মহাপদ্মের খেলন
দেখিযা বিরিঞ্চি করে স্ৱপদ্মভর্ৎসন (৪)
শিখী যৈছে নাচে তৈছে শঙ্কর নাচিলা
স্ৱনাম মযূরেশ্বর সার্থক করিলা (৫)
পৃথিবীতে যবে নিতাই পদার্পণ কৈল
একচক্রাগ্রাম বহুচক্রাঙ্কিত হৈল (৬)
কলিযুগে দেখি জীবের নিত্য নিরানন্দ
স্ৱনামেতে সবাকারে দিলা নিত্যানন্দ (৭)
শ্রীকৃষ্ণলীলাভিনয বাল্যে নিতাই কৈল
অনুজের লীলারস সব আস্ৱাদিল (৮)
যেই লীলার অনুক্ষণ শেষ করে গান
নিতাই রূপে সেই লীলা স্ৱযং করে পান (৯)
যেই দেখে নিতাইর অঙ্গে দ্ৱাদশ তিলক
তারে ছয রিপু ছয বেগ না বাধক (১০)
দ্ৱাদশ বর্ষের নিতাঈ দ্ৱাদশ বনেতে
ভ্রমিলা দ্ৱাদশগোপান্ৱেষণ করিতে (১১)
পূর্বে যেই লঘুভ্রাতা তারে দেখিবারে
পূর্বে আইলা নিত্যানন্দ গৌডদেশে ফিরে (১২)
নব সঙ্খ্যার বল দেখি নবদ্ৱীপে আইলা
নবমেঘাম্বর নববিধাভক্তি দিলা (১৩)
যাবৎ নিত্যানন্দযুক্ত চৈতন্য না হবে
তাবৎ জীবের বদ্ধদশা কভু না যাইবে (১৪)
এই বিচারিযা নিতাই প্রভুরে মিলিলা
জীবের নিস্তার হেতু প্রেম বিস্তারিলা (১৫)
নিতাই-নিমাই নামমধ্যে "ত-ম" দেখি
হাসিতে হাসিতে কলি দোহার নাম জপি (১৬)
জপিতে সহসা এক মহাশ্চর্য ছিল
কলিযুগের "তম"-বৃত্তি নষ্টপ্রায হৈল (১৭)
নিতাই দেখি শ্রীঅদ্ৱৈত ব্যাজস্তুতি করে
এ সব শুনিযা নিতাই হাসে নিরন্তরে (১৮)
আশ্চর্যচকিত সবে কহে — দেখ ভাই
অনন্তশেষের গুণ মহাবিষ্ণু গায (১৯)
নিত্যানন্দযুক্ত যবে হরিদাস হৈবে
তবে অন্য জীবের সেই কল্যাণ করিবে (২০)
এই বিচারিযা নিতাই, হরিদাস সঙ্গে
নামপ্রচারণ করে সঙ্কীর্তন-রঙ্গে (২১)
প্রভু সঙ্গে নিত্যানন্দ নীলাচলে আইলা
অদ্ৱৈতাদিভক্ত সঙ্গে নানা রঙ্গ কৈলা (২২)
গৌরপ্রভু কভু দণ্ড কাহাকে না দিবে
তাতে একদণ্ড তার হাতে নাহি শোভে (২৩)
অতএব গৌরদণ্ড ভঙ্গিযা নিতাই
কলিযুগে প্রেমদান করযে সদাই (২৪)
জাহ্নবীতে আছে সর্ব পাপনাশ-বল
বসুধাতে ক্ষমাবল আছে অবিকল (২৫)
নিত্যানন্দ নিজ বল দোহাতে দেখিলা
জাহ্নবী বসুধা সঙ্গে পরিণয কৈলা (২৬)
যাহার আশ্রয আর কোন দেব নাহি
তাহার আশ্রয হয দযাল নিতাই (২৭)
যত পাপ জীব কভু করিতে না পারে
তত পাপ নাশে নিতাই চরণের ভারে (২৮)
অদ্যাপি শ্রীনিত্যানন্দ নাহি তিরোহিত
শ্রীগুরুবৈষ্ণবরূপে সদা প্রতিষ্ঠিত (২৯)
নিত্যানন্দ হৃদযেতে, ভক্তিরস সিন্ধু
এ হরিপার্ষদ দাস মাগে তার বিন্দু (৩০)
— (নিত্যানন্দত্রয়োদশী, গৌরাব্দ ৫৩৫)
No comments:
Post a Comment